Review by our guests
Rupa Das
2023-09-19 19:24:35
আমি রূপা দাস, চুঁচুড়া হুগলী তে থাকি। গত বছর senior citizen হয়েছি অর্থাৎ এখন আমার বয়স 61yrs। ভ্রমণ আমার ভালোবাসা। সময় পেলেই বেরিয়ে পরি। সমুদ্র, পাহাড়, জঙ্গল সবকিছুতেই আমি আমার ভালো থাকার রসদ খুঁজে পাই। তবে জঙ্গল আর জঙ্গলে স্বাধীন ভাবে ঘুরে বেড়ানো পশুপাখির টান বেশি। সেই ছোট্ট বেলা থেকেই স্বপ্ন দেখতাম আফ্রিকাকে নিয়ে। বড়ো হয়ে পেলাম Discovery channel, Animal planet। ভেবেছিলাম আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ হবে আফ্রিকার Masaimara wild life । social media থেকে পেলাম Homeaway tours n treks এর Rakhi Mitra কে। বেশ কয়েকবার কথাবার্তার পর আমার সেই স্বপ্ন পূরণের দিন এলো। কিন্তু মনের মধ্যে একটু ভয়, দ্বিধা ছিলো যে কেমন হবে এরা ? আজকাল এত ধরনের মিথ্যাচার চলছে এই tour operator দের মধ্যে যে এত ব্যয় সাপেক্ষ, wildlife tour/ Jungle Safari, সেটা আবার সুদূর আফ্রিকার মত মহাদেশে একজন একা সিনিয়র citizen মহিলার পক্ষে ভরসা করা বেশ ঝুঁকির ব্যাপার।
কিন্তু Homeaway tours n treks এর Rakhi Mitra কে বিশ্বাস ও ভরসা করে আমি ভীষণ ভাবে satisfied।
Africa tour এর জন্য যাবতীয় নিয়ম যেমন visa, Insurance করে দেওয়া, yellow vaccination, immigration কিভাবে কোথা থেকে হবে , সবরকম ভাবে guide করেছে প্রথম দিন থেকে। আমাদের tour চলাকালীন প্রত্যেকের সমান ভাবে খোঁজখবর নেওয়ায় কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় নি আমাদের। সবাই সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছি।
আর জঙ্গলের মধ্যে,লেকের ধারে accomodation , continental food , thrilling safari, আমার beyond expectations।
আমি একা, প্রথম বিদেশ ভ্রমণ করছি বলে সবসময় সঙ্গ দিয়েছে যার ফলে অসম্ভব সুন্দর আর আমার জীবনের সেরা trip হয়েছে এই Keniya trip।
এতো বড় একটা international trip যে এত smoothly হতে পারে চিন্তার বাইরে। 'এটা হলে ভালো হতো ' এই কথা বলার কোনো জায়গা নেই। সব credit goes to dear রাখী মিত্রর। রাখী, সত্যিই আমি খুব খুশি এত সুন্দর ভাবে আমার স্বপ্ন কে বাস্তবায়িত করেছো। তোমাদের সর্বাঙ্গীন সাফল্য ও উন্নতি কামনা করি । অনেক ভালোবাসা তোমাকে। তোমার সাথে আবার নিশ্চয়ই কোথাও যাবো এই আশা রাখি ।